কোটচাঁদপুরে নারী নির্যাতন প্রতিরোধে ইমাম- কাজীদের সঙ্গে আলোচনা সভা

ঝিনাইদহের কোটচাঁদপুরে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও আত্মহত্যা প্রতিরোধে ইমাম-কাজীদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।

আরো পড়ুন :
চিতলমারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, ১০টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
শিবগঞ্জে ৩টি গরুসহ ২ চোর আটক

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিলা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, কাজী, পুরোহিত, সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ০৫.২০২১ at ১৯:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি