নওগাঁয় ইটভাটা মালিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত

নওগাঁয় ইটভাটা মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় শহরের ম্যানিলা রেস্টুরেন্টের হলরুমে জেলা ইটভাটা মালিক সমিতি এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

এসময় জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সাধারন সম্পাদক ফারুক হোসেন সহ-সভাপতি হাসানুর আল মামুনসহ জেলার ১১টি উপজেলার ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

আরো পড়ুন :
ফেরি চলাচল সময় কম ও ভিআইপিদের যাঁতাকলে, বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের দূর্ভোগ
যশোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশীয় বাজারে কয়লার দাম বৃদ্ধি হওয়ায় ইটভাটায় জ্বালানী খরচ বেড়েছে। এতে ইট উৎপাদনে খরচ অনেক বেশী হচ্ছে। এ অবস্থায় ইটের নায্যমূল্য নির্ধারন, ভাটা মালিকদের স্বার্থ সংরক্ষণে সকলে ঐক্যবদ্ধকরনসহ ইটভাটা মালিক সমিতির নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা করেন বক্তারা।

ডিসেম্বর ০৪.২০২১ at ১৭:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সোরা/রারি