বেড়া ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা, নতুন ৩ জন

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পাবনা বেড়া উপজেলার আ.লীগের মনোনয়ন বোর্ড বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হয়। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠিয়েছেন।
পাবনা বেড়া উপজেলার ০৯ টি ইউনিয়নের মধ্যে ৬ টি আগের চেয়ারম্যান ও ৩ টি নতুন চেয়ারম্যান হিসেবে নৌকা প্রতিক পেয়েছেন। যারা নৌকা প্রতিক পেয়েছেন তারা হলেন, চাকলা ইউনিয়নের ফারুক হোসেন, রুপপুর ইউনিয়নে আবুল হাসেম উজ্জল, পুরান ভারেঙ্গা এ.এম রফিকউল্লাহ, নতুন ভারেঙ্গা আমজাদ হোসেন, কৈটলা শওকত হোসেন (মাষ্টার), হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে, মুস্তাফিজুর রহমান, নতুন মুখ হিসেবে যে তিনজন এসেছেন তারা হলেন, জাতসাখিনী ইউনিয়নে মোছাঃ আনোয়ারা আহম্মেদ, ঢালারচর ইউনিয়নে, মমিনুর রহমান মমিন ও মাশুমদিয়া ইউনিয়নে মোঃ শহিদুল হক ওরফে (নেতা শহীদ)।

আরো পড়ুন :
পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ
বেনাপোল মুক্ত দিবস

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২০২২ সালের ০৫ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ডিসেম্বর ০৩.২০২১ at ২০:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মিতা/রারি