ঝালকাঠিতে দুই মটোরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত-৪

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দুই মটোরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আজ (২নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিশ্বাস বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। আহতরা হলো ঐ দুই মটোরসাইকেলের চালকসহ যাত্রীরা বরিশাল রুপাতলী এলাকার মো. শহীদ হাওলাদারের ছেলে মো. রাকিব হাওলাদার (২৫), বাগেরহাট বাড়ৈপাড়া এলাকার শহীদুল ইসলামের ছেলে মো. সাজিব হোসেন (৩৫), ঝিনাইদাহ এলাকার পিতা অজ্ঞার ছেলে মো. সোহেল (৪০), যশোর বাগারপাড়া এলাকার জালাল উদ্দীনের ছেলে মো. আজিজুর রহমান (৩৮)।

জানা গেছে, বাগেরহাট থেকে মটোরসাইকেলে যাত্রী নিয়ে বেপরো গতিতে বরিশাল যাচ্ছিল রাকিব হাওলাদার। এ সময় বিরপীত দিক থেকে সাজিব তার স্ত্রীকে নিয়ে আরেকটি মটোরসাইকেলে বাগেরহাট যাচ্ছিল। হঠাৎ দুই মটোরসাইকেল ঘটনা স্থলে এসে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মটোরসাইকেলে থাকা ৫জনের ৪জন গুরুত্ব আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৪জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ডিসেম্বর ০২.২০২১ at ২৩:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোনাহাঈ/রারি