ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা-ঈশ্বরদী রেলপথের বড়ালব্রিজ স্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে ট্রেনটি ঈশ্বরদী অভিমুখে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বিকট আওয়াজ হয়। তারপর পেছনের দশটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। একটি বগি কাত হয়ে যায় এবং বিচ্ছিন্ন বগির একটি চাকা রেল থেকে পড়ে যায়।

আরো পড়ুন:
আদম্য তামান্নার চোখে এবার এইচএসসি জয়ের স্বপ্ন
চিলমারীতে নির্বাহী অফিসারের মদদে কাজ করছে না তথ্য কর্মকর্তারা

বড়ালব্রিজ স্টেশনের বুকিং ক্লার্ক মি. মামুন বলেন, ‘পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত এ পথে কোনো ট্রেন চলাচল করতে পারছে না।’ এদিকে চাটমোহর স্টেশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও উল্লাপাড়া স্টেশনে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে আছে। কাজ চলছে। কার্যক্রমের পরেই স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

ডিসেম্বর ০২.২০২১ at ১৯:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সহ/জআ