ভারতে ভয়ংকর ওমিক্রনের থাবা, আতঙ্ক

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতেও করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দেশটিতে দুজনের দেহে ওমিক্রন শনাক্ত করেছেন কর্তব্যরত চিকিৎসকরা। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে, কর্নাটকে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা এর ওমিক্রন প্রজাতির কবলে পড়েছেন।

জানা গেছে, তারা দুজন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। একজনের বয়স ৬৬, অন্যজনের ৪৬। তাদের কাছে থাকা ব্যক্তিদের আইসোলেশনে রাখা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওমিক্রনের বিষয়ে সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। মাস্ক পরে প্রয়োজনীয় কাজে বাইরে যাওয়া, নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ করোনার বিধিনিষেধ মেনে চলতে হবে।

আরো পড়ুন:
চিলমারীতে নির্বাহী অফিসারের মদদে কাজ করছে না তথ্য কর্মকর্তারা
জরুরি বৈঠক, জাপানি রাষ্ট্রদূতকে তলব করেছে চীন

অন্যদিকে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, ওমিক্রনের সঙ্গে লড়াইয়ের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করবে রাজ্য সরকার। তাই একে কেন্দ্র করে আতঙ্কিত হওয়া যাবে না।

এ নিয়ে বিশ্বের ২৪ দেশে হানা দিল করোনার নতুন ধরন ওমিক্রন।

বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে আতঙ্কে
সম্প্রতি ওমিক্রন আক্রান্ত দেশ দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে ২৪০ বাংলাদেশি। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ছাড়া ফেনীর সোনাগাজীতে আফ্রিকাফেরত যুবক এনামুল হকের (২৭) বাড়িতে ওমিক্রন সন্দেহে লাল পতাকা টাঙানো হয়েছে। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় ওমিক্রন আক্রান্ত সন্দেহে সাত জনের বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে। এ পরিস্থিতিতে ভারতে ওমিক্রন শনাক্তের খবরে অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ডিসেম্বর ০২.২০২১ at ১৯:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভক/জআ