নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়া ইন্সপেক্টর ক্লোজড

রাতে আদালতে নিজ কার্যালয়ে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ।

পুলিশের কোর্ট-সূত্র জানায়, ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতে কোর্ট বিল্ডিংয়ের নিজ কক্ষে ডেকে আনেন ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। পরে বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন। এ সময় আলো জ্বালালে দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

আরো পড়ুন:
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
যশোরে বৃষ্টি ফুড ল্যান্ডের যাত্রা শুরু

তিনি বলেন, আদালত পরিদর্শক প্রদীপ কুমার দাসের অফিস কক্ষে যাওয়া ওই নারী কনস্টেবল একদিন আগে ৬ দিনের ছুটিতে ছিলেন। তিনি এখানে কিভাবে গেলেন এবং ওখানে আসলে কী হয়েছে সব কিছুই তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই নারী পুলিশ সদস্যসহ দুজনের বিরুদ্ধেই আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিসেম্বর ০২.২০২১ at ১৫:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জানি/জআ