কেশবপুর আলিয়া মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসায় মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির ও আয়াপদে যোগদান এবং শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা মঙ্গলবার দিনব্যাপী মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমানের সভাপতিত্বে ও প্রভাষক জিল্যুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, বাগআচড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক রেজাউল ইসলাম, ত্রিমোহিনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল গফুর ও বুড়িহাটি দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুল খালেক।

আরো পড়ুন :
কালীগঞ্জে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে শ্বশুর- বৌমা নির্বাচিত
ডেঙ্গু প্রতিরোধ করতে কাজে লাগান এই উপায়

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, মাদ্রাসার সদ্য যোগদানকারী মুহাদ্দিস মোস্তাফিজুর রহমান, মুফাসসির আব্দুল হাই, ফকিহ আহসানউল্লাহ, আয়া নার্গিস পারভীন প্রমুখ। দোয়া পরিচালনা করেন কোমরপোল আই এস ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলাম।

নভেম্বর ৩০.২০২১ at ২২:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরসা/রারি