যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. আহসান হাবীব

যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. আহসান হাবীব। রোববার দুপুরে যোগদান করেন তিনি। বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমীর হোসেন তার কাছে দায়িত্ব বুঝে দেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তৃতা করেন নতুন চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, বিদায়ী চেয়ারম্যান মোল্লা আমীর হোসেন, বিদায়ী সচিব এএমএইচ আলী আর রেজা। যশোর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মিয়া আব্দুর রশিদ, নতুন হাট কলেজের অধ্যক্ষ ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন, অভয়নগর শিক্ষক সমিতির উপদেষ্টা অধ্যক্ষ রবিউল হাসান, চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মুস্তানিছুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি দেলোয়ার হোসেন ও যশোর জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বুলবুল।

আরো পড়ুন:
মাথায় বল লেগে হাসপাতালে ইয়াসির, কনকাশন সোহান
ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রে সংঘর্ষ, বিজিবির গুলিতে নিহত ৩

আলোচনা সভা শেষে নতুন চেয়ারম্যানকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা জানান যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষকরা, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আজম, স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষে অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, জয়ন্ত কুমার বিশ্বাস, নজরুল ইসলাম বুলবুল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, স্বাধীনতা শিক্ষক পরিষদ খুলনার সভাপতি দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গার সভাপতি ফজলুর রহমান, মেহেরপুরের সাধারণ সম্পাদক আলিফ হোসেন, আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, প্রধান শিক্ষক পরিষদের সভাপতি আব্দুস সবুর খান।

নভেম্বর ২৯.২০২১ at ০০:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আক/জআ