বাগআঁচড়ায় নৌকায় ভোট চাইলেন জেলা ছাত্রলীগ নেতা পল্লব

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার পক্ষে ভোট চাইলেন জেলা ছাত্রলীগের নেতারা। শুক্রবার (২৬ নভেম্বর) বিকালে বাগআঁচড়া হাইস্কুল মার্কেটের সামনে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় নৌকার মনোনীত প্রার্থী ইলিয়াস কবির বকুলের পক্ষে ভোট চান তারা ।

শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি তানজীব নওশাদ পল্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল।

এ পথসভায় আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েজ আহম্মেদ রিমু, রুহুল কুদ্দুস, যুগ্ম-সাধারন সম্পাদক এস এম রিফাত, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, এসএম রিয়েলসহ যশোর জেলা ছাত্রলীগের এক ঝাক নেতাকর্মী বৃন্দ।

আরো পড়ুন :
গোপালঞ্জে চলছে অবাধে শামুক নিধনের মহোৎসব
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন খুরশিদ মিলন, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ, আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী, আবু তালেব সরদার, গাজী মুছা, আলমগীর কবির মেম্বর, আবু তালেব মেম্বর, ডাক্তার আহসান হাবিব রানা, তবিবুর রহমান তবি মেম্বর, আশরাফ আলী আশু মেম্বর, মোজাম্মেল গাজী মেম্বর, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আহম্মদ মেম্বর, সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু সহ ইউনিয়ন আসা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পথসভায় নেতারা বলেন, অসাম্প্রদায়িক, জঙ্গিবাদমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। ‘নৌকা প্রতীক’ আওয়ামী লীগের পরিচয় উল্লেখ করে ছাত্রলীগ আরও বলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও তার দলকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনা দরকার।এজন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার বিকল্প নাই।

নভেম্বর ২৬.২০২১ at ২০:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমও/রারি