প্রথম ইনিংসে লিটনের সেঞ্চুরি, অপেক্ষায় মুশফিক

পাকিস্তানের বিপক্ষে শুক্রবার (২৬ নভেম্বর) প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫৩ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। শুক্রবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুমিনুল হক। টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। ব্যাট হাতে উইকেট কামড়ে ক্রিজে টিকে থাকতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। দলীয় ৪৯ রানে ৪উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে শুরুতে ভালো না করলেও পরে বিপদ সামলে লড়াই শুরু করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এমনকি টেস্ট ক্যারিয়ারে দশম হাফসেঞ্চুরি করেন লিটন। এছাড়া ক্যারিয়ারের ২৩১ তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। সেঞ্চুরির আক্ষেপ রেখে ক্রিজ ছেড়েছেন মুশফিকুর রহিম। লিটন শতক হাঁকালেও দিন শেষে ১৯০ বলে ৮২ রান নিয়ে অপরাজিত রয়েছেন মুশি।

ক্রিকেটের অভিজাত ফরম্যাটে ২৬তম ম্যাচে এসে এটি লিটনের প্রথম শতক। টেস্ট ক্যারিয়ারে এ ম্যাচের আগে দুটি নব্বই ছাড়ানো ইনিংস আছে লিটনের। জিম্বাবুয়ের বিপক্ষে একবার করেছেন ৯৫ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৯২। সেই দুবার সেঞ্চুরি হাঁকাতে ব্যর্থ হলেও পাকিস্তানের বিপক্ষে ঠিকই শত রান তুলে নেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে সাইফ হাসান ১৪, সাদমান ইসলাম ১৪ এবং নাজমুল হোসেন শান্তও ১৪ রান করে আউট হয়েছেন। দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাইফের পর ফিরে যান সাদমান ইসলাম। ওয়ানডে মেজাজে খেলে আউট হন বাংলাদেশ ওপেনার সাইফ হাসান। শাহিন শাহ আফ্রিদির বলে আবিদ আলিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ১২ বলে ১৪ রান করেন হাসান। অথচ কদিন আগে বাবর আজমদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৮ বল খেলে তিনি করেছিলেন মাত্র এক রান।

আরো পড়ুন:
৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো সারাদেশ
চট্টগ্রামে স্টেডিয়ামের পাশে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

সাইফের পর ১৪ রান করে হাসান আলির বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন সাদমান। এরপর শান্ত ও মুমিনুল হকের ব্যাটে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু শান্ত ৩৭ বলে ১৪ রান করার পর ফাহিম আশরাফের বলে সাজিদ খানকে ক্যাচ দিয়ে ফিরেন। দলীয় রান তখন ৪৭, স্কোর বোর্ডে আর ২ রান যোগ হতেই ফিরে যান মুমিনুল। ১৯ বলে ৬ রান করেন টাইগার দলপতি।

পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, ফাহিম আশরাফ ও সাজিদ খান।

নভেম্বর ২৬.২০২১ at ১৭:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ