নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’র মাদারীপুর জেলায় মিটআপ অনুষ্ঠিত

বাংলাদেশে অলোড়ন সৃষ্টিকারী উদ্যোক্তা এবং সামাজিক ও মানবিক প্ল্যাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর ৪ র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও ২য় উদ্যোক্তা মহাসম্মেলন উপলক্ষ্যে মাদারীপুর জেলার অফলাইন মীটআপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) মাদারীপুর জেলার লেক ভিউ পার্টি সেন্টার এন্ড রেস্টুরেন্টে হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে টেলিকনফারেন্স এ বক্তব্য রাখেন নিজে বলার মত গল্প ফাউন্ডেশনের ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ। বক্তব্য রাখেন, মেহেদী হাসান, রুহুল আমিন হকসহ অনেকে।

রাবেয়া জাহান শিখা এর সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন, ড.অখিল সরকার, অভিজিৎ কর্মকার সিনিয়র স্টাফ রিপোর্টার সময় টিভি, মাসুদুর রহমান মাদারীপুর জেলা প্রতিনিধি মাই টিভি, অজয় কুন্ডু মাদারীপুর জেলা প্রতিনিধি প্রথম আলো।

আরো পড়ুন:
যেসব রোগের সমাধান এলাচ ভেজানো পানিতে!
যেভাবে স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন হবে

মিটআপে আরও উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক এম্ব্যাসেডর মেহেদী হাসান সুভ। শিবচর উপজেলা অ্যাম্বাসেডর রুহুল আমিন। সাংবাদিক এস.এম.দেলোয়ার হোসাইন, রিমা আক্তার, ফারহা দিবা, সারমিন, ইসরাত জাহান, ফারহানা আক্তার, মুস্তাহিদ সরোয়ার, রাবেয়া জাহান, সুমী আক্তার, আমেনা আক্তার, রানী, মিথিলা আক্তার, সুরাইয়া আক্তার, এশা আক্তার, মহিউদ্দিন, সৈকত হোসাইন, মিঠুন বিশ্বাস, নাসির উদ্দীন, সমীর মন্ডল, ধ্রুব সরকার, আ. রহিম, মো. জাহিদ হোসেন, হাফেজ মনিরুজ্জামান, আতিকুর রহমান, জুবায়ের জাহিদ, শাহারিয়ার, সাকিব, ফরহাদ, রিয়াজুল, মেহেদী, ইমাম হোসেন ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ ও ভলান্টিয়ার বৃন্দ।

নভেম্বর ২৬.২০২১ at ১২:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএদ/জআ