স্থানীয় সরকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার- এলজিআরডি প্রতিমন্ত্রী

বাবু স্বপন ভট্টাচার্য্য (এমপি) এলজিআরডি প্রতিমন্ত্রী

অবিলম্বে পৌরসভার বেতন ভাতা সংক্রান্ত নতুন আইন বাতিল করে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত করণের জোর দাবি জানান পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে যশোর শিল্পকলা একাডেমিতে সংগঠনের খুলনা বিভাগীয় সম্মেলন থেকে এ দাবি জানান তারা।

বেলুন ও কবুতর উড়িয়ে যশোর পৌরসভা ও যশোর জেলা কমিটি আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

আরো পড়ুন:
ভূঞাপুর ইউপি নির্বাচন: নৌকার মনোনয়ন পেলেন যারা
কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েলের সঙ্গে ঝিকরগাছা স্বেচ্ছাসেবক লীগের সাক্ষাৎ

এসময় তিনি বলেন, গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সরকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার সংগঠনের খুলনা বিভাগীয় কমিটির আহবায়ক মুস্তাক আহমেদের সভাপতিত্তে সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলীম মোল­া, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সাত্তারসহ নেতৃবৃন্দ।

সম্মেলনে খুলনা বিভাগের সকল পৌরসভার কমকর্তা-কর্মচারী ছাড়াও বেশ কয়েকজন পৌর মেয়র অংশ নেন।

নভেম্বর ২৫.২০২১ at ১৮:৫৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শজ/জআ