থানচিতে ৪ নৌকা প্রার্থীসহ ১৩ জন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা

বান্দরবানে থানচিতে উপজেলা নির্বাচন অফিসে থানচির চার ইউনিয়নের চেয়ারম্যান পদে ১৩জন, সংরক্ষিত ৩৩জন ও সাধারণ ১১৬জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা প্রদান করেছে। ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে ২৬ ডিসেম্বর।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টার পর্যন্ত মনোনয়ন পত্র জমাদানের শেষ হয়। ইউনিয়ন নির্বাচনে অংশ গ্রহনের জন্য থানচি উপজেলার চার ইউপিতে মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের নিকট জমা প্রদান করেন চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ৩৩ জন, সাধারণ পদে ১১৬ জন প্রার্থীর।

উপজেলার তিন রিটার্নিং অফিসার তথ্য মতে, থানচি উপজেলার চার ইউনিয়নের মধ্যে ৩নং থানচি সদর (ইউপি) চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত অংপ্রু ম্রো, সতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাংসার ম্রো, ক্রাপ্রুঅং মারমা, সংরক্ষিত মহিলা আসনের ৮ জন, সাধারনে ২৭ জন মনোনয়ন জমা প্রদান করা হয়।

১নং রেমাক্রী (ইউপি) চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা, সতন্ত্র প্রার্থী চসিংমং মারমা, এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ৭ জন, সাধারন ২৭ জন, এর মধ্যে ২টি ওয়ার্ডে ১ জন করে ২ জন একক প্রার্থী হিসেবে জমা দিয়েছে।

আরো পড়ুন :
বিভেদ ভুলে নৌকায় চড়তে ব্যস্ত শার্শার স্বতন্ত্র প্রার্থীরা, চারিদিকে নৌকার জয়জয়কার
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৩

২নং তিন্দু (ইউপি) চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান মংপ্রুঅং মারমা, সতন্ত্র প্রার্থী হিসেবে মংসাই মারমা, ভাগ্যচন্দ্র ত্রিপুরা, অলসেন ত্রিপুরা, থোয়াইসিংমং মারমা। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, সাধারন আসনে ৩৩ জনের মধ্যে একটি ওয়ার্ডে একজন মাত্র জমা দেন।

৪নং বলিপাড়া (ইউপি) চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান জিয়াঅং মারমা, সতন্ত্র প্রার্থী ক্যসাউ মারমা, মংক্যসিং মারমা, এ ছাড়াও সংরক্ষিত আসনে ৭ জন, সাধারন আসনে ২৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

সূত্রমতে, নির্বাচন কমিশনের ৪র্থ ধাপে ঘোষিত তফশীলের তারিখ অনুযায়ী বান্দরবানে থানচি উপজেলায় আগামী ২৬ ডিসেম্বর চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নভেম্বর ২১.২০২১ at ২১:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি