বেড়া পৌর নির্বাচনে দু’কাউন্সিলর প্রার্থীর সংর্ঘষ, অফিস ভাংচুর

আসন্ন পাবনার বেড়া পৌর নির্বাচনে ৪ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর পার্থীর সমর্থকদের সংর্ঘষে উভয় পক্ষ্যের অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘঠেছে  মঙ্গলবার (২৩ নভে.) রাত ৯টার দিকে পৌর মহল্লার শম্ভপুর এলাকায়।

জানাগেছে, বেড়া পৌর নির্বাচনে ৪ নং ওয়ার্ডে সামছুল হক খান পাঞ্জাবি মার্কা ও একই গ্রামের জব্বার হোসাইন ব্রিজ মার্কা নিয়ে কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করছে। তারা উভয় পক্ষই ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

আরো পড়ুন :
আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কোটচাঁদপুরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান
যশোরের কর্মীসভা সফল করার লক্ষে চৌগাছা মহিলাদলের প্রস্তুতিমূলক সভা

সামছুল হক জানায়, মঙ্গলবার রাতে সামছুলের সমর্থক জাহাঙ্গীরসহ ১০/১৫ জন শম্ভপুর এলাকায় ভোট চাইতে গেলে জব্বারের সমর্থকেরা ভোট চাইতে বাধা দেয়। এ সময় তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বেধে যায়। এতে উভয় পক্ষ্যের কয়েকজন আহত হয়।

পরে জব্বার তার লোকজন নিয়ে এসে আমার নির্বাচনিয় অফিস ভাংচুর করে চলে যায়। সঠিক বিচার চেয়ে অভিযোগ জানায় ৪নং ওয়ার্ডবাসীর কাছে। জব্বারকে না পেলে নাম না প্রকাশের সর্তে তার সমর্থকেরা এ অভিযোগ অশ্বিকার করেন।

নভেম্বর ২৪.২০২১ at ১:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোহারহা/রারি