রাজধানীতে গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ ছাত্র নিহত

গুলিস্তানে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় নটরডেম কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৮) নামের এই শিক্ষার্থীর মৃত্যু হয়। ছেলে হারানোর শোকে আহাজারী করছেন নাঈমের বাবা শাহ আলম দেওয়ান। তার কান্নায় ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিবেশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাঈমের বাবা আহাজারি করতে করতে বলেন, আমার বাবা সকালে শেষ বিদায় নিয়া গেল, বাসায়ও আর ফিরতে পারল না। কি জন্য তোরে শেষ বিদায় দিছি! ও নাঈমরে, তোরে আমি কেন একা যাইতে দিলাম। সকাল ৭টার সময় নাঈম বাসা থেকে বের হয় কলেজে যাওয়ার জন্য। বেলা ১২টার দিকে বাসায় ফেরার কথা ছিল তার। এরআগে নাঈমের ফোন থেকে পুলিশ কল দিয়ে জানায়, নাঈমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, তার দুই ছেলে। বড় ছেলে শাহরিয়ার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র। আর নাঈম হাসান নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিকের মানবিক বিভাগের ছাত্র। পরিবার নিয়ে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় নিজেদের বাড়িতে থাকেন। শাহ আলম নীলক্ষেত বই মার্কেটে চাকরি করেন।

আরো পড়ুন:
পৌর মেয়রের অডিও ভাইরাল, বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তি
ঢাকাসহ সারাদেশে রেড অ্যালার্ট জারি

দুর্ঘটনার পর নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া কবি নজরুল কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র আমিনুল ইসলাম ফাহিম জানান, গুলিস্তান হল মার্কেটের সামনের রাস্তা হেঁটে পার হওয়ার সময় গুলিস্তান জিরো পয়েন্টগামী ময়লা পরিবহনের একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পায় নাঈম। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এক পথচারী জানান, দুর্ঘটনার পর কেউ তাকে ধরছিল না। সবাই ভিড় করে দাঁড়িয়ে ছিল। পরে আমরাই তাকে হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, দুপুর সোয়া ১২টায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নভেম্বর ২৪.২০২১ at ১৫:৪৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভক/জআ