ঘোড়াঘাটে পুলিশের ওপেন হাউস ডে পালিত

আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ঘোড়াঘাট থানা পুলিশ একটি র‌্যালী বের করে।

র‌্যালী শেষে থানা চত্তরে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবিরের সভাপতিত্বে ও এসআই ফারুকুজ্জামানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গিবাদ ও মাদকের প্রতিকার, নারী সহিংসতা ও নারী শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ইভটিজারদেরকে সামাজিকভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি ঘোড়াঘাট- হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজিব। প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে।

আরো পড়ুন :
ভর্তিচ্ছুদের সহযোগিতা করে সুনাম কুড়াচ্ছে জাবির ছাত্রসংগঠন
বঙ্গভ্যাক্স মানবদেহে ট্রায়ালের অনুমোদন

মাদকের সঙ্গে পুলিশের কোনো আপস নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য তিনি আহবান জানান। এ সময় তিনি আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নভেম্বর ২৩.২০২১ at ২১:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মউঅম/রারি