জাবিসাসে পিআইবি’র ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ শুরু হয়েছে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সার্বিক তত্ত্বাবধানে জাবিসাসের কার্যালয়ে ২৩ নভেম্বর সকালে ১০ টা থেকে এ কর্মশালা শুরু হয়। আগামী ২৫ নভেম্বর বিকেলে সনদ বিতরণের মাধ্যমে  কর্মশালা সমাপ্ত শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান এ কর্মশালার উদ্বোধন করেন।

আরো পড়ুন :
ঝিনাইদহে প্রার্থী পরিবর্তন নিয়ে ষড়যন্ত্র, কৃষ্ণপদ দত্তের প্রতি আস্থা ইউনিয়নবাসির
ভর্তিচ্ছুদের সহযোগিতা করে সুনাম কুড়াচ্ছে জাবির ছাত্রসংগঠন

উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত প্রক্টর পিআইবির প্রসংশা করে বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরাই একসময় বড় সাংবাদিক হবে। তাই সাংবাদিকদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে, প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে।

কর্মশালায় জাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহর সঞ্চালনায় জাবিসাস সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে পিআইবির  রিসোর্সপার্সন জিলাহাস উদ্দিন নিপুনসহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নভেম্বর ২৩.২০২১ at ২১:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি