উল্লাপাড়ায় আ.লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নে আ. লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিরোর নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, সোমবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় ইউপির ৮ নং ওয়ার্ডের নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম হিরো জানান, স্বতন্ত্র প্রার্থী মনজেল হক সাগর জামায়াত-বিএনপির লোকজন সঙ্গে নিয়ে রাতে তার নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হামলাকারিরা ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

আরো পড়ুন:
গ্যাস বিস্ফোরণ মা ও শিশুর মৃত্যু
এক রোপণে পাঁচবার ফলন!

স্বতন্ত্র প্রার্থী মনজেল হক সাগর এসব ঘটনা অস্বীকার করে জানান, আমাকে হয়রানি করার উদ্দেশ্যে নৌকার প্রার্থীর সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে আমি বা আমার সমর্থক জড়িত নয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নভেম্বর ২৩.২০২১ at ১২:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আর/জআ