চৌগাছায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ

‘হোক সচেতনতার বিস্তার, চাই এন্টিবায়োটিক রেজিন্ট্যান্স থেকে নিস্তার’ প্রতিপাদ্য সামনে রেখে যশোরের চৌগাছায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২১ (১৮-২৪ নভেম্বর) পালিত হচ্ছে। সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন :
মুক্তি না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে : মির্জা ফখরুল
‘ডেপুটি ইনচার্জ’ পদে নিয়োগ দেবে ওয়ালটন

সোমবার বেলা ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, ডা. তৌহিদুজ্জামান, ডা. আরিফুর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে হাসপাতালে কর্মরত চিকিৎসক, সেবক-সেবিকা ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

নভেম্বর ২২.২০২১ at ২০:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/রারি