ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষ বৃত্তি ও উপকরণ বিতরণ

দিনাজপুররের ঘোড়াঘাটে অনগ্রসর আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ ও উপকরণ বিতরণ করা হয়েছে। প্রধান মন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তাকর্মসুচীর আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রথম ধাপে ৪৫ জন শিক্ষার্থীদের মাঝ শিক্ষা বৃত্তি নগদ অর্থ ও উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ নভেম্বর সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম শিক্ষা বৃত্তি, নগদ অর্থও ১০টি বাইসাইকেল বিতরণ করেন। প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে প্রত্যেককে ২৪০০ টাকা করে, ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ১০ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ৬০০০ টাকা করে ও ১০ জন শিক্ষার্থীকে মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।

আরো পড়ুন :
যেসব প্রাকৃতিক উপাদান রূপচর্চায় ক্ষতিকর
বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিলেন শিল্পা শেঠি

সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজার রহমান প্রমুখ।

নভেম্বর ২২.২০২১ at ১৯:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাউআমা/রারি