কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড কাউন্সিলরের মৃত্যু

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিল ও মহানগর যুবলীগ নেতা সৈয়দ সোহেল নিহতসহ পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়া কাউন্সিলরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জনায়, বিকেল ৪টার দিকে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় মুখোশ পরা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা আরও অন্তত ৪ জন গুলিবিদ্ধ হন।

আরো পড়ুন:
সাংবাদিক হয়রানীর প্রতিবাদে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন
রাণীশংকৈলে ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ে সেমিনার

খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজম এর সত্যতা নিশ্চিত করেছেন।

নভেম্বর ২২.২০২১ at ১৮:৩১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ