নড়াইলে বিএনপির লুকোচুরি অনশন, পাওয়া যায়নি ছবি

খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেবার দাবীতে দেশব্যাপী বিএনপির অনশন কর্মসূচী পালিত হলেও নড়াইলে চলেছে লুকোচুরি। সকাল ১০টা থেকে নড়াইল চৌরাস্থায় অনশন কর্মসূচী পালনের ঘোষনা থাকলেও ১১ টা পর্যন্ত বিএনপি কার্যালয়ে কোন নেতা-কর্মীদের দেখা যায়নি। কিছু পুলিশ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলেও দুপুর ১২ টা পর্যন্ত কাউকে খুজে পাওয়া যায়নি।

বিএনপি সূত্রে জানা গেছে, সকালে জেলা বিএনপির সাধারন সম্পাদকের ম্যার্টানির্টির রোডের বাড়ির সামনে দলীয় নেতাকর্মীরা হাজির হলে পুলিশ বাধা দেয়, পরে সাধারন সম্পাদকের বসাররুমে সংক্ষিপ্ত অনসনে বসে। এ সময় পুলিশের চাপে সাংবাদিকদের ছবি না তোলার জন্য অনুরোধ করেন সাধারন সম্পাদক মনিরুল ইসলাম।

পরে চিত্রাপাড়ে ফেরীঘাট এলাকায় বসার কথা থাকলেও সেখানে গিয়ে দলীয় নেতাকর্মীদের সদর উপজেলা সদস্য সচীব মুজাহিদুর রহমান পলাশকে কলোড়া ইউনিয়ন কমিটি নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। জেলার গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন প্রশাসনিক লোকেরা সারাদিন খুঁজেও অনশনের কোন খবর পাননি।

আরো পড়ুন :
বাবার হত্যাকারীদের ফাঁসি চাই
পাবনা জেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জেলা বি এনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ভাই আমরা পুলিশের সাথে আলোচনা করে একটু প্রোগ্রাম করেছি। এটা নিউজ করার দরকার নাই, তাহলে আমরা পরে আর প্রোগাম করতে পারবো না।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত হোসেন বলেন, যার যার কর্মসূচী সেই করবে এখানে পুলিশের সাথে আলোচনা করার কোন বিষয় নাই। এটা বিএনপির সম্পাদকের নিজস্ব কথা।

নভেম্বর ২০.২০২১ at ১৯:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শস/রারি