কাহালুতে ৪র্থ ধাপে ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন, আওয়ামীলীগ-বিএনপিসহ অন্য দল থাকছে মাঠে

ইউনিয়ন নির্বাচন
ছবি: প্রতীকী

আগামী ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপে বগুড়ার কাহালু উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে ৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে শুক্রবার পর্যন্ত মোট ৩৪০ জন সম্ভাব্য প্রার্থী রিটার্ণিং অফিসারের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদিকে উপজেলার অধিকাংশ ইউনিয়নে আওয়ামীলীগের একাধিক নেতার পাশাপাশি বিএনপি-জামায়াতের নেতারাও নির্বাচনের করার প্রস্ততি নিয়েছেন।

অনেক বলছেন জনপ্রিয় ও ত্যাগী নেতাদের মনোনয়ন না দিলে এখানে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ঠেকানো মুশকিল হবে। অপরদিকে নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষনা দিলেও উপজেলার ৮ টি ইউনিয়নেই বিএনপির সম্ভাব্য প্রার্থী নির্বাচনী মাঠে থাকছেন বলে আভাস দিয়েছে। এছাড়াও নিবন্ধন হারানো জামায়াতে ইসলামীও বসে নেই। তারা ৮ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়নেই নির্বাচনের প্রস্ততি নিয়ে মাঠে ময়দানে রয়েছে।

আরো পড়ুন :
গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ জন নিহত
রাজশাহীতে সাংবাদিক বিশালের ওপর সস্ত্রাসী হামলা, গ্রেফতার ২

উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জানান, এপর্যন্ত ২৭ জন চেয়ারম্যান পদে এবং ৩১৩ জন সংরক্ষিত মহিলা ও সাধারণ মেম্বার পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী। সুত্রমতে নির্বাচনের তফসীল ঘোষিত ৮ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ, ৪৯ হাজার ৪৩৬ জন। এরমধ্যে কাহালু সদর ইউনিয়নে ১৪ হাজার ৯৫০ জন, মুরইল ইউনিয়নে ১৮ হাজার ৬৫২ জন, মালঞ্চা ইউনিয়নে ২৩ হাজার ৬৯১ জন, পাইকড় ইউনিয়নে ১৮ হাজার ৭৯৯ জন, নারহট্ট ইউনিয়নে ১৭ হাজার ৮৫৭ জন, বীরকেদার ইউনিয়নে ১৮হাজার ৭৫৭ জন, কালাই ইউনিয়নে ১৭ হাজার ৯ জন ও জামগ্রাম ইউনিয়নে ১৯ হাজার ৭২১ জন ভোটার রয়েছেন। সুত্রমতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ও নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।

নভেম্বর ১৯.২০২১ at ১৯:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শা/রারি