প্রশাসনের কঠোর বার্তা, প্রকাশ্যে সিল মারার কথা ভুলে যান

আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে নির্বাচনি আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮-নভেম্বর বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান। সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহা. আবু ছালেক জেলা, মডেল থানার ওসি (তদন্ত) ইমরান আলম প্রমুখ।

আরো পড়ুন:
এইচএসসি পরীক্ষার্থীদের টিকার উপযুক্ত পরিবেশ দিতে নিজের অফিস ছাড়লেন- মেয়র রাসেল
কাহালু ইউসিসিএ লিঃ এর নির্বাচনে রাজিব চেয়ারম্যান নির্বাচিত

বক্তারা নির্বাচন আচরণ বিধিসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরে মতবিনিময় করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার নির্বাচন নিয়ে কঠোর হুসিয়ারী দিয়ে বলেন, নির্বাচনে প্রকাশ্যে সিল মারার দিন শেষ। ভোট কেন্দ্রে কোন ঝামেলা করা হলে সে যেই হোক পার পাবে না।

নভেম্বর ১৮.২০২১ at ১৮:১৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কল/জআ