ক্ষমা কর প্রভু দয়াময়

লেখক: মোহাম্মদ আবদুল কাইয়ুম

লিখতে পারিনা কোন কবিতা ভাবতে পারিনা বিশালতা,
তোমার ঔদার্য ও মাধুর্যে ঝরে মনোমাঝে অপার মুগ্ধতা,
মাবুদ পলে পলে নানা ছলে হৃদয় মাঝে অসীম শূন্যতা,
হে রহমান মনোনীতদের তালিকা ভুক্তির নেই স্বাধীনতা
নিঃসঙ্কচিত্তে, দৃঢ় প্রত্যয়ে মানছি তোমার অধীনতা,
কুদরতি পায়ে লুটায়ে জীবন যেন পায় অশেষ পূর্ণতা,
সরল পথের যাদের অনুগ্রহ করেছ তুমি নিজ গুণে
রহিম নাম জপি যেনো মনও মননে কারণে অকারণে,
দরদী নাই ত্রিভুবনে দয়াল মাওলা বীনে দয়া কর দীনে,
অধিশ্বর স্বর্গ মর্ত্যের রাজা ধিরাজ আসমান জমিনের,
মালিক বিচার দিনের হাশর মিজানের কর্তা দুজাহানের,
ইশারায় পুর্ণিমা চাঁদ হারায় নিকোশকালো অমাবস্যায়,
উজ্বল দিনের আলো শেষে তুল তুলে নরম সন্ধ্যা নামায়,
আপেসাই খেলছে অবলীলায় ভুবন ডাঙ্গায় স্বমহিমায়!
অবিনশ্বর, অদ্বিতীয়, নেই কোন তুলনায় কিংবা উপমায়,
জ্বীন, ইনসান, ফেরেস্তায় দ্বিধাহীনচিত্তে তোমারি গুণ গায়।
ক্ষমা কর, দয়া কর গভীর মমতায় মহান প্রভু দয়াময়।

♥লেখক: মোহাম্মদ আবদুল কাইয়ুম। খাসনগর, ব্রাক্ষণবাড়িয়া।