মাদক মামলায় কালীগঞ্জে পৌর কাউন্সিলরের দুই বছরের কারাদন্ড

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক মামলায় রুবেল হোসেন নামে এক পৌর কাউন্সিলরের দুই বছর কারাদন্ডের নির্দেশ দিয়েছেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত।

সোমবার দুপুরে মাদক মামলার এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শওকত হোসাইন। রুবেল হোসেন কালীগঞ্জ পৌরসভার খয়েরতলা গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে ও কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর। আদালত সুত্রে জানা গেছে, কাউন্সিলর রুবেলের নামে বেশ কয়েকটি মাদক মামলা চলমান রয়েছে।

আরো পড়ুন:
জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষককে হত্যার হুমকি, থানায় জিডি
পরীক্ষার্থীদের ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে: শিক্ষামন্ত্রী

এরমধ্যে ২০০৯ সালের একটি মাদক মামলায় আসামি ছিলেন কাউন্সিলর রুবেল হোসেন। সেই মামলায় সোমবার তাকে দুই বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আসামির আইনজীবি এ্যাডভোকেট আব্দুল্লাহ মিন্টু।

তিনি জানান, ২০০৯ সালের একটি মাদক মামলা আদালত রুবেল হোসেনকে দুই বছরের কারাদন্ড প্রদান করেছেন। উচ্চ আদালতে গেলে তিনি খালাস পাবেন। আমরা উচ্চ আদালতে আপিল করব।

নভেম্বর ১৫.২০২১ at ১১:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কল/জআ