ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে জন্ম নিবন্ধন বিষয়ক সচেতনতামূলক মা সমাবেশ

স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরের ঝিকরগাছার রঘুনাথনগর বাবর আলী ও নিশ্চিন্তপুর বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে জন্মের ৪৫দিনের মধ্যে জন্ম নিবন্ধন বিষয়ক সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিবন্ধী শিশুদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন:
আদিলের উপর হামলার প্রতিবাদে কাহালু পৌর যুবলীগের মানববন্ধন
জাবিতে ভর্তি-ইচ্ছুকদের জন্য ইফসা’র সহায়তা কার্যক্রম

সোমবার সকালে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, বাবর আলী বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলীম, প্রধান শিক্ষক হোসনে আরা মিতা, পচিালনা পরিষদের সদস্য সাঈদ আলী, নিশ্চিন্তপুর বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ-আমিরুল কবীর, সহকারী প্রধান শিক্ষক হাসানুজ্জামান, সহকারী শিক্ষক সুফিয়া খাতুন, পেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী শিশুদের মাঝে ওজনমাপক যন্ত্র, খেলার ক্রিকের ব্যাট, র‌্যাকেট, ফুটবল, ভলিবল ও দাবা প্রদান করা হয়।

নভেম্বর ১৫.২০২১ at ১৯:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআ/জআ