শিরোপা জিতে কত টাকা গেল অস্ট্রেলিয়ার পকেটে?

২৯ দিন এবং ৪৫ ম্যাচের জমজমাট বিশ্বকাপ লড়াই শেষ হয়েছে। সেই সাথে জানা গেছে চ্যাম্পিয়ন দলের নামও। রোববার (১৪ নভেম্বর) রাতে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা হাতে তুলেছে অস্ট্রেলিয়া। আর সেই শিরোপা জিতে কত টাকা অস্ট্রেলিয়ার পকেটে গেছে তাও জানা গেল।

বিশ্বকাপ শুরুর কিছুদিন আগেই ৫৬ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলই যে সেই প্রাইজমানির সিংহভাগ পাবে সেটাও জানা ছিল সবার। ফাইনাল ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স দিয়ে নিউজিল্যান্ডকে হারানোর পর বিশ্বকাপের শিরোপা ওঠে অস্ট্রেলিয়ার হাতে।  শুধু বিশ্বকাপের শিরোপাই নয়, আইসিসির কাছ থেকে বড় অংকের প্রাইজমানিও ঘরে তুলেছে অসিরা।

আরো পড়ুন:
শিবচরে তুচ্ছ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৫জন আহত
সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

শুধু চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই তারা পেয়েছে ১৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পৌনে ১৪ কোটি টাকার মতো। এর বাইরে সুপার টুয়েলভ রাউন্ডে চার ম্যাচ জয়ের জন্য ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পেয়েছে অস্ট্রেলিয়া। অর্থাৎ সবমিলিয়ে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছে ১৭ কোটি ৬০ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রার প্রায় ১৬ কোটি টাকার বেশি।

নভেম্বর ১৫.২০২১ at ১১:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ