থানচিতে সাংঙ্গু নদীর গোসলে পানিতে ডুবে মৃত্যু

বান্দরবানে থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়নের সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে এক ব্যক্তি পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (১৪ই নভেম্বর) দুপুরে থানচির বলিপাড়া ইউনিয়নের তিনি নিজ বাড়ী (বলিপাড়া) থেকে সাঙ্গু নদীতে গোসল করতে গেলে পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটে। তিনি বলিপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বলি পাড়া বাসিন্দা মৃত মংথুইসাং মারমা ছেলে মংজাইপ্রু মারমা (৪৫)। মৃত ব্যক্তি তাঁর পরিবারে স্ত্রী, তিন কন্যা ও দুই পুত্র সন্তানকে রেখে যান।

স্থানীয়রা জানান, দুপুরে বলিপাড়া সাঙ্গু নদী ঘাটে গোসল করতে গিয়েছিলেন তিনি। সময় মত বাড়ীতে না ফেরায় তাঁর স্ত্রী পাড়ায় খোঁজাখুঁজি করেন।

স্থানীয়রা আরো জানান, এক পর্যায়ে পাড়ার নদীর ঘাট থেকে প্রায় আধা মাইল নিচে নদীর পাশে আইলমারা পাড়া শ্ব-শ্বান এলাকায় পানিতে লাশ ভেঁসে আসতে দেখে পাড়াবাসীদের খবর দেন গরু চড়ানি লোকজন। তাঁর স্ত্রী, ছেলে-মেয়েসহ পাড়াবাসীরা ঘটনাস্থলে গেলে মংজাইপ্রু মারমা লাশ নিশ্চিত হলে সরাসরি থানচি থানায় খবরটি জানানো হয়।

আরো পড়ুন :
দৌলতপুরে তুচ্ছ ঘটনায় যুবলীগ নেতা বাবু গ্রেপ্তার
দেড় বছর পর অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

এদিকে খবর পেয়ে তাৎক্ষনিভাবে থানচি থানা (এসআই) মির্জা আলম ও (এএসআই) আমান সহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বলিপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার অংসিংম্যা মারমা, ৩নং ওয়ার্ড মেম্বার আকতার হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার অংসানু মারমাসহ সাবেক বলিপাড়া চেয়ারম্যান ক্যসাউ মারমা ঘটনাস্থল উপস্থিত ছিলেন।

ওয়ার্ড মেম্বার অংসিংম্যা মারমা বলেন, মংজাইপ্রু মারমা আমার নিকট আত্নীয় ছিলেন। আসলে তার ব্যাক্তিগত ভাবে মৃগি রোগ ছিল। তার মৃত্যুতে কাউকেও কোন সন্দেহ কিংবা দোষারোপ করার মতো কিছুই নেই। তবে এটা একটা দুঃখজনক অপমৃত্যু ঘটনা।

মৃত্যু খবরটি বিষয়ে (এসআই) মির্জা আলম বলেন, সাংঙ্গু নদীতে একজনের মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মৃত ব্যাক্তি স্ত্রী, গন্যমান্য ব্যাক্তিবর্গ, মেম্বার ও পাড়াবাসীদের উপস্থিতির বক্তব্যে মতে, মৃত মংজাইপ্রু মারমা মৃত্যুর কারন দুর্ঘটনা বসত অকাল মৃত্যু। কাজেই কাহারো কোন অভিযোগ কিংবা কাহারো প্রতি কোন সন্দেহ না থাকায় মৃত ব্যাক্তি লাশ ধর্মীয় নিয়ম অনুসারে সম্পন্ন করতে কোন বাধা রইল না। এটা একটা অপমৃত্যু।

নভেম্বর ১৪.২০২১ at ২৩:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি