মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’

ঢালিউড সুপারস্টার মান্না। মান্নার ছবি মানেই হিট। প্রযোজকরা তাকে নিয়ে লগ্নি করতে ভরসা পেতেন। ২০০৮ সালের ১৭ ফেব্রয়ারি মৃত্যুর মধ্য দিয়ে চলচ্চিত্রের সফল এক নায়কের পরিসমাপ্তি ঘটে। মৃত্যুর এক যুগেরও বেশি সময় পর মুক্তি পেতে যাচ্ছে  এই নায়কের শেষ সিনেমা।

অক্টোবরের শেষ সপ্তাহে প্রয়াত চিত্রনায়কের সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি আগামী ২৬ মার্চের দিকে মুক্তির পরিকল্পনা চলছে। ছবির প্রযোজক, সহপরিচালক ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সেন্সর ছাড়পত্র পাওয়া সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা নেই। ২০০৫ সালে ‘লীলামন্থন’ নামে সিনেমাটির শুটিং শুরু হয়। অল্প কিছু দৃশ্যের কাজ বাকি থাকতেই ২০০৮ সালে মান্না মারা যান। বাকি অংশের কাজ গুছিয়ে ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর নামের কারণে তা আটকে থাকে। অবশেষে নাম বদলিয়ে সেন্সর ছাড়পত্র পেল সিনেমাটি।

আরো পড়ুন:
বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শ্রদ্ধা
দীর্ঘ ৪০ বছর পরে নিশ্চিন্তপুর গ্রামে ইউপি সদস্য নির্বাচিত

জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে মান্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।

নভেম্বর ১৪.২০২১ at ২০:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ