পাবনায় স্বপ্রতিষ্ঠিত বিদ্যালয় পরিদর্শন করলেন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শনিবার (১৩ নভেম্বর) পাবনার সুজানগরে স্বপ্রতিষ্ঠিত জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।

শনিবার বেলা ১২ টায় পাবনা সুজানগর ঘোড়াদহ গ্রামে প্রয়াত জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ম্যানেজিং কমিটির সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রউশন আলম, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজিম উদ্দীন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক এস.এম. আজাদ হোসেন, যুব বিষয়ক সম্পাদক নাহিদ মিয়া, পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন (কোয়েল), সাধারণ সম্পাদক কে.এম. মোখলেছুর রহমান রাসেল, সুজানগর উপজেলা শাখার আহবায়ক মো.শরিফুল ইসলাম, সদস্য সচিব জুয়েল রানাসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
পরীমনির কণ্ঠে গান, প্রশংসা নেটিজেনদের
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৫

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন স্কুলের প্রত্যেকটি শ্রেণি কক্ষ পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশক মূলক বক্তব্য প্রদান করেন। এসময় শিক্ষার্থীরা ফুল দিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে শুভেচ্ছা জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য প্রদানকালে তিনি নিরাপদ সড়ক গড়ার লক্ষে সচেতনতার দিকে দৃষ্টিপাত করেন। তিনি বলেন, একজন শিক্ষার্থীর প্রথম কাজ নিজে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা।

নভেম্বর ১৩.২০২১ at ২০:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মিতা/রারি