রামেকে করোনা উপসর্গে আরও ২জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে  ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই ল্যাবের পিসিআর মেশিনে ১৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন একজন। শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় চাপাইনবাবগঞ্জ জেলার একজন ও নওগাঁর একজন করোনা উপসর্গে মারা গেছেন। পরিচালক জানান, ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১২ জন। তবে ২৪ ঘণ্টায় কেউ হাসপাতাল ছেড়ে যাননি। করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ৩৩ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন নয়জন।

আরো পড়ুন :
শিবগঞ্জের ইউপি নির্বাচনে নৌকা ৫, আওয়ামীলীগ বিদ্রোহী ৩ ও স্বতন্ত্র ৩ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী
পরীমনির কণ্ঠে গান, প্রশংসা নেটিজেনদের

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৪ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হয়নি। তবে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১২৭ জনের নমুনা পরীক্ষায় একজন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার দুই দশমিক ৩৮ শতাংশ।

নভেম্বর ১৩.২০২১ at ১৯:০৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি