১৮ বছর পর মালদ্বীপের বিরুদ্ধে বাংলাদেশের জয়

শিরোপা নির্ধারণী কোনো ম্যাচ নয়, শ্রীলঙ্কায় মাহেন্দ্র রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টের গ্রুপ পর্বের সাধারণ একটি ম্যাচ। তবুও রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উদযাপন লাল-সবুজ বাহিনীর। মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে প্রথম গোলটি করেছেন জামাল ভুঁইয়া এবং শেষ গোলটি করেন ডিফেন্ডার তপু বর্মন।

১২ মিনিটে জামাল ভূঁইয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৩৩ মিনিটে সমতাসূচক গোলটি পায় মালদ্বীপ। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশকে জয়সূচক গোলটি এনে দেন তপু বর্মন।

আরো পড়ুন:
রাজশাহীতে রুয়েট, কুয়েট ও চুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন
রামেকে করোনা উপসর্গে আরও ২জনের মৃত্যু

এই জয়ে জামাল ভূঁইয়াদের এনে দিয়েছে বিশেষ প্রশান্তি। সর্বশেষ ২০০৩ সালের পর প্রথমবারের মতো মালদ্বীপকে হারাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর এর মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছরের জয়খরা কাটাল জামালরা।

নভেম্বর ১৩.২০২১ at ১৯:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ