হালকা বৃষ্টি হতে পারে কয়েকদিন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টির হতে পারে। আগামী কয়েকদিন আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।’ কোথাও কোথাও রাত ও দিনের তাপমাত্রা কমে যেতে পারে বলে তিনি জানান।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়েছে। এটি এখন ভারতের তামিলনাড়ু ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে।