চৌগাছায় বিদ্রোহীদের ভারে নৌকার ভরাডুবি, ৯ এর মধ্যে ৬ টিতে স্বতন্ত্র বিজয়ী

যশোরের চৌগাছায় আওয়ামী লীগের বিদ্রোহীদের কারণেই নৌকার ভরাডুবি হয়েছে বলে মনে করছেন ভোটাররা। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ২ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী বিজয়ী হয়। ১১ নভেম্বরের ভোটে বাকি ৯টির মধ্যে ৩টিতে নৌকার প্রার্থী এবং ৬ টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

উপজেলার ২ নং পাশাপোল ইউনিয়নে নৌকার অবাইদুল ইসলাম সবুজ ৭ হাজার ৬ শ ৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতলেব পেয়েছেন ২ হাজার ৬শ ১০ ভোট। ৩ নং সিংহঝুলী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হামিদ মল্লিক ৪ হাজার ৫ শ ১০ ভোট পেয়েছে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার রেজাউর রহমান রেন্দু পেয়েছে ১ হাজার ৫ ৮৭ ভোট। ৪ নং ধুলিয়ানি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মোমিনুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী আলাউদ্দীন এবং নৌকার আব্দুস সবুর তৃতীয় হয়েছেন।

আরো পড়ুন :
দ্রব্যমূল্য-যাতায়াত ভাড়া বৃদ্ধি জনগণের ‘বোবা কান্না’
কালীগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত 

জগদিশপুর ইউনিয়নে প্রবীণ আওয়ামী লীগ নেতা মাস্টার সিরাজুল ইসলাম ৪ হাজার ৭ শ ২৪ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার তবিবর রহমান খান পেয়েছেন ৪ হাজার ৮২ ভোট। পাতিবিলা ইউনিয়ানে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার তারিকুল ইসলাম পরাজিত হয়েছেন। হাকিমপুর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হাসান বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার মামুন কবির। স্বরুপদা ইউনিয়নে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিদ্রোহী নুরুল কদর বিজয় লাভ করেছেন। নুরুল কদর পেয়েছেন ৪ হাজার ৩ শ ৬০ ভোট। নৌকা পেয়েছে ৪ হাজার ৩৯ ভোট।

নারায়ণ পুর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে তরিকুল ইসলাম ডবলুকে হারিয়ে নৌকার শাহিনুর রহমান শাহিন বিজয় লাভ করেছেন। সুকপুকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাস্টার নুরুল ইসলামকে পারাজিত করে নৌকার বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি বিজয় লাভ করেছেন। নৌকার প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৫ শ ৫৪ ভোট, এবং বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৪ শ ৪৩ ভোট।

নৌকার বিজয় মোটামুটি নিশ্চিত থাকলেও বিদ্রোহীর কারণে স্বতন্ত্র প্রার্থীর কাছে হারল আওয়ামী লীগ। তৃণমূল নৌকার ভোটাররা এমনটা মনে করছেন। প্রার্থী বাছাইয়ে ভুল করায় এমনটি হয়েছে বলে দাবি করেছেন অনেকেই।

নভেম্বর ১২.২০২১ at ২১:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি