বাংলাদেশ পৌরসার্ভিস এ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সম্মেলন লক্ষে প্রস্তুতিসভা

বাংলাদেশ পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় যশোর পৌরসভা চত্ত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর সার্ভিস এ্যাসোসিয়েশন যশোর জেলা কমিটির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের খুলনা বিভাগীয় আহবায়ক কমিটির আহবায়ক ও ঝিনাইদাহ পৌরসভার সচিব মুস্তাক আহমেদ।

কেন্দ্রীয় কমিটির অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী বিষয়ক সম্পাদক মকছেদ আলীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাড়াইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবির হাসান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা শহিদুল ইসলাম, কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আ. হান্নান, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনি, মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা আক্তার, খুলনা বিভাগীয় কমিটির সদস সচিব তাসলিম আলী লিলি, সদস্য মোজাফফ্র হোসেন, সিরাজুল ইসলাম, পলাশ কুমার সিংহ, ঝিনাইদাহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মুন্সি মো. আবু জাফর, নড়াইল জেলার সাধারণ সম্পদক মামুনুর রশিদ, বাগেরহাট জেলার সিনিয়র সহ-সভাপতি সেলিম ফকির, কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাবু, চুয়াডাঙ্গা পৌরসভার হারুন অর রশিদ, যশোর পৌরসভার বিএম কামাল আহমেদ প্রমুখ।

আরো পড়ুন :
কালীগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত 
দ্রব্যমূল্য-যাতায়াত ভাড়া বৃদ্ধি জনগণের ‘বোবা কান্না’

নেতৃবৃন্দ এ সময় বলেন, সরকারী কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চলে আসছে। সেই আন্দোলন আরও বেগবান করার লক্ষে প্রতিটি পৌরসভার ইউনিট কমিটি, জেলা ও বিভাগীয় কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে যশোর জেলা কমিটি গঠন হয়েছে। আগামী ২০ নভেম্বর যশোর শিল্পকলা একাডেমিতে খুলনা বিভাগীয় কমিটি গঠনে সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে যোগ্য নেতৃত্ব বের হয়ে আসবে এবং সেই নেতৃত্ব আগামী আন্দোলন সংগ্রামে সাহসী ভুমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন।

প্রস্তুতি মূলকসভার পূর্বে এ্যাসোসিয়েশনের যশোর জেলার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সহ-সভাপতি মুকুরুল ইসলাম, সাধারণ সম্পাদক পলাশ কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক কালিমুল্লাহ সিদ্দিক প্রমুখ।

নভেম্বর ১২.২০২১ at ২০:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোমই/রারি