নড়াইলে ১৩টি ইউপি নির্বাচনে নৌকা ৮, স্বতন্ত্র ৫

২য় ধাপে বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের থেকে প্রাপ্ত তথ্যে নৌকা ৮ এবং স্বতন্ত্র ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

আরো পড়ুন :
রেল যোগাযোগ দ্রুত অত্যাধুনিক করা হবে- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন
শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে যারা নির্বাচিত হলেন

এ নির্বাচনে ১৩টির ইউনিয়নের মধ্যে আউড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এস.এম. পলাশ (নৌকা), কলোড়ায় জেলা আওয়ামীলীগের সদস্য আশীষ বিশ্বাস (নৌকা), সিঙ্গাশোলপুরে সাইফুল ইসলাম হিট্টু (নৌকা), শেখহাটিতে গোলক বিশ্বাস (নৌকা), মাইজপাড়ায় জসিম মোল্যা (নৌকা), হবখালীতে টিপু সুলতান (নৌকা), চন্ডিবরপুরে মো. আজিজুর রহমান ভুইয়া (নৌকা), মুলিয়ায় রবীন্দ্রনাথ অধিকারি ( নৌকা), বাঁশগ্রামে মো. রফিকুল ইসলাম (স্বতন্ত্র- আ. বিদ্রোহী), ভদ্রবিলায় সজীব মোল্যা (স্বতন্ত্র- আ. বিদ্রোহী), তুলারামপুরে টিপু সুলতান ( স্বতন্ত্র-আ. বিদ্রোহী), বিছালীতে মো. হেমায়েত হোসেন (স্বতন্ত্র- বিএনপি সমর্থিত) ও শাহাবাদে মো. জিয়াউর রহমান জিয়া (স্বতন্ত্র- আ. বিদ্রোহী)।

নভেম্বর ১১.২০২১ at ২১:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি