ভোলায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ, স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

দ্বিতীয় ধাপে ভোলার দৌলতখান উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। তবে নির্বাচনী আচরণ-বিধি লক্ষণ করে সঙ্গীসহ মোবাইল ফোন নিয়ে ভবানীপুর ইউনিয়নের ৫৭ নং দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রবেশ করায় ওই ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (আনারস মার্কা) আব্দুল মান্নানকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম ৫ হাজার টাকা জরিমানা করেন। ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এমএ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। নারী-পুরুষসহ সব বয়সী ভোটাররা কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮ থেকে ভোলার দৌলতখান উপজেলার ৭ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।

আরো পড়ুন:
পত্নীতলা বিএমডিএ জোনের সরকারী কোষাধ্যক্ষ ইয়াবা সেবনে মগ্ন
কেন মেয়েদের ঘুম বেশি প্রয়োজন?

ভোলা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর, উত্তর জয়নগর, চর খলিফা, চরপাতা, মেদুয়া, ভবানীপুর ও মদনপুর ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৭টি ইউনিয়নে ২৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ১৯৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৬ জন। তবে চর খলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী শামিম হোসেন অমি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। মোট ভোটার সংখ্যা এক লক্ষ একশত উনচল্লিশ জন।

নভেম্বর ১১.২০২১ at ১৩:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কশ/জআ