কালীগঞ্জ পৌরকাপ ফুটবল চমক দেখিয়ে চ্যাম্পিয়ন বেনাপোল ট্রাইব্রেকারের কিকে কালীগঞ্জ ধরাশায়ী

ঝিনাইদর কালীগঞ্জের পৌর কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১’র ফাইলে শেষ হাসি হাসলো শক্তিশালী বেনাপোল ফুটবল একাদশ। তারা ট্রাইবেকারে ৩-১ গোলের ব্যবধানে শক্তিশালী স্বাগতিক কালীগঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো।

বুধবার কালীগঞ্জের সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলা শুরু হওয়ার আগে কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সভাপতি স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার দুদলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এরপর দুপুর ২ টা ৫০ মিনিটে রেফরি রবিউল ইসলাম খেলা শুরুর বাঁশি বাজিয়ে দেন।

প্রথমার্ধের প্রথম থেকেই উভয় দল অতি সাবধানী ফুটবল খেলতে থাকে। কিন্ত খেলার ৫ মিনিটে স্বাগতিক দলের আক্রমন ভাগের খেলোয়াড়েরা প্রতিপক্ষের গোলমুখে দফায় দফায় আক্রমন কওে ব্যর্থ হয়। কিন্ত প্রথমার্ধের ৭ মিনিটের সময় ঝটিকা আক্রমনে যায় বেনাপোল ফুটবল একাদশ। এভাবে পাল্টাপাল্টি আক্রমনে উভয় দল চেষ্টা করেও যখন গোল নামের সোনার হরিনের দেখা পায়নি। খেলোয়াড়দের যখন বিরতির জন্য বাঁশির দিকে দৃষ্টি এসে যায়।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্বাগতিক দলের রহমান বল পেয়ে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের সীমানায় এগিয়ে যায়। এরপর পেনাল্টি অনকটা দুর থেকে আচমকা দুরন্ত সট দিয়ে বল জালে জড়িয়ে দেয় রহমান। এ গোলের সুবাদে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকেরা। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে সমতা আনতে বারবার আক্রমনে যায় বেনাপোল। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে বেনাপোলের ৭ নং জার্সিধারী খেলোয়াড় লক্ষ্যভ্রষ্ট হেডদিয়ে দর্শকদের হতাশ করে। কিন্ত একটু পরে ২৫ মিনিটে ১৯ নং জার্সিধারী রাহুল কাজের কাজটি করে খেলায় ফিরে আসে।

খেলায় যখন সমতা তখন উভয় দলের খেলোয়াড়েরা মাঠেই অখোলোয়াড় সকরতে থাকে। কিন্ত রেফরি বসে থাকেননি। বিধিসম্মত আচরন না করায় কালীগঞ্জ একাদশের ২নং জার্সিধারী রানাকে এবং বেনাপোল একাদশের ১৮ নং জার্সিধারী রাকিবকে লাল কার্ড দেখিয়ে রেফরি রবিউল মাঠ থেকে বের করে দেন।

আরো পড়ুন :
হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়িয়ে দেয় যে সমস্যাগুলি
ত্রিশালে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৫

শেষে ১-১ গোলে সমতায় নির্ধারিত সময় পার হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে উভয় দল ৫ টি করে সট নেয়ার সুযোগ পায়। এরমধ্যে বেনাপোল একাদশ ৫ কিকে ৩ টি গোলে পরিনত করে। পক্ষান্তরে স্বাগতিক কালীগঞ্জ দলের নাইজেরিয়ানদের কিকের ব্যর্থতায় পরাজয় মানতে হয়। তারা সমান সংখ্যক ৫ টিতে মাত্র ১ টি গোলে পরিণত করে সতীর্থদের হতাশায় ডুবায়।

খেলা শেষে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার বিজয়ীদের হাতে ১ লক্ষ টাকার প্রাইজমানি ও রানার্সআপ স্বাগতিকদের ৫০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন। এ সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ,কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সহসভাপতি অজিৎ ভট্র্যাচার্য্য, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু ছাড়াও দু দলের খেলোয়াড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম, জামাল হোসেন ও মারুফ হোসেন।

এ টুর্ণামেন্টের মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করছে কালীগঞ্জ প্রেসক্লাব। খেলার ধারাভাষ্যে ছিলেন,খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম।

নভেম্বর ১০.২০২১ at ২১:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বেহুবি/রারি