জাবির ভর্তি পরিক্ষা কাল, প্রস্তুতি সম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরিক্ষা আগামীকাল মঙ্গলবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে। তার প্রেক্ষিতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, করোনা মহামারী প্রতিরোধে প্রতিটি হলের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সেনিটাইজেশনের ব্যাবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকা সুরক্ষিত রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সার্বক্ষনিক পর্যবেক্ষণ করা হবে।

আরো পড়ুন:
নড়াইলের লোহাগড়ায় বোমা বিস্ফোরণে যুবকের এক হাত বিচ্ছিন্ন
২২ বছর পর গুরুত্বপূর্ণ সফরে ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বলেন, আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবো।

উল্লেখ্য, করোনা মহামারিতে শিক্ষার্থীদের সুরক্ষায় এ বছর আবাসিক হলগুলোতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নভেম্বর ০৮.২০২১ at ১২:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নউ/জআ