গাঁজা ফেলে ছেলে পালালো, পুলিশ ধরলো মাকে

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি গাঁজাসহ সুফিয়া খাতুন (৪৫) নামে এক নারীকে আটক করেছে বেনাপোল পুলিশ। শনিবার (৬ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানার ০১ নং গেট এলাকা থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক সুফিয়া বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের আকবরের স্ত্রী।

পুলিশ জানায়, এক নারী মাদক ব্যবসায়ী তার নিজ বাড়িতে মাদক বেচাকেনা করছে, এমন গোপন সংবাদে, পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গাজীপুর ০১ নং গেটের সামনে আসামির বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ তাকে আটক করে।

আরো পড়ুন:
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের উপর হামলার প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন
সিয়েরা লিওনে জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯১

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়ার ছেলে হাফিজুর (২৭) সহ আরও দুইজন হাফিজুরের বাড়িতে গাঁজা কেনাবেচা করছিল। এমন সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ সেখানে হানা দিলে হাফিজুর সহ ওই দুই মাদক ব্যবসায়ী সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। পরে, মাছ না পেয়ে ছিপে কামড় দেওয়ার মত, ছেলেকে আটক করতে না পেরে মাকে আটক করে পুলিশ।

নভেম্বর ০৬.২০২১ at ১৬:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএস/জআ