যশোর বাঘারপাড়ায় মনোনয়নপত্র বাছাইয়ে চেয়ারম্যানসহ ৫০৫ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা

ইউনিয়ন নির্বাচন
ছবি: প্রতীকী

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই করেছেন রিটানিং কর্মকর্তাবৃন্দ। এতে চেয়ারম্যান পদে ৫৭ জন, সাধারণ সদস্য পদে ৩৪৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০৪ জনসহ মোট ৫০৫ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন :
লালপুরে জিংক ধানের বীজ বিক্রেতাদের সঙ্গে আলোচনা সভা
স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

সূত্র জানিয়েছেন, রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম রেজা বাদশা’র দাখিলকৃত মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ঋণ খেলাপির দায়ে দোহাকুলা ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪ নং ওয়ার্ডে জাহিদুর রহমান ও ৫ নং ওয়ার্ডের নুরুল হক, একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মহাসিন রেজার বয়স কম থাকা, বাসুয়াড়ি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ঋণ খেলাপির দায়ে ২ নং ওয়ার্ডের গোলাম মোস্তফা ও ৫ নং ওয়ার্ডের শহিদুল ইসলামসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে বাতিল করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা খানম জানান, ঋণ খেলাপি ও প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় চেয়ারম্যানসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নভেম্বর ০৪.২০২১ at ২১:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আক/রারি