যশোরে মারপিটের ঘটনায় একই পরিবারের তিনজনকে মামলা, আসামি ৫

যশোরের সদরের কাশিমপুর ইউনিয়নের সরুইডাঙ্গা গ্রামে একই পরিবারের তিনজনকে মারপিটে জখমের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনার ১১দিন পর মামলাটি করেন ওই গ্রামের মৃত আব্দুল বিশ্বাসের ছেলে জালাল উদ্দিন।

আসামিরা হলো, একই গ্রামের শহিদুল বিশ্বাস ও তার মেয়ে শিউলী বেগম, ছেলে নয়ন, মা মঞ্জু বেগম এবং আলী হোসেনের ছেলে তুহিন।

এজাহারে জালাল উদ্দিন উল্লেখ করেছেন, আসামি ও তারা একই বংশীয়। তাদের বাড়িও পাশাপাশি। বছর তিনের আগে শিউলীর সাথে তার শ্যালক আনোয়ার মিয়ার সাথে বিয়ে হয়। তাদের মধ্যে পারিবারিক বিরোধের জেরে ২৩ অক্টোবর শিউলী তার ছেলে মেয়েকে নিয়ে পিতার বাড়িতে চলে যায়। পরদিন ২৪ অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে তার শ্বশুর গোলাম মোস্তাফা মিয়া বাড়িতে আসেন এবং শিউলীর কাছে চলে আসার কারণ জানতে চান।

আরো পড়ুন :
নারী উন্নয়নের জন্য আ.লীগ সরকার যত কাজ করেছে অন্য কোন সরকার করেনি- তথ্যমন্ত্রী
লালপুরে জিংক ধানের বীজ বিক্রেতাদের সঙ্গে আলোচনা সভা

সে সময় শিউলীসহ অন্যান্য আসামি তাকে মরপিট ও গালিগালজ করে। তিনি প্রতিবাদ করায় আসামিরা একযোগে তার ওপর হামলা চালায়। তারা লোহার রড, বাাঁশের লাঠি দিয়ে তাকে মারপিট করে। তাকে ঠেকাতে গেলে ছেলে ফাহিম হাসান রনিও মারপিটের শিকার হয়।

এসময় তার স্ত্রী রাবেয়া বেগম নিষেধ করলে আসামিরা তাকেও মারপিট করে। তার পেটে লাঠি মেরে জখম করে। তখন চিৎকার চেচাঁমেচি হলে আশেপাশের লোকজন জড়ো হলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যান।

নভেম্বর ০৪.২০২১ at ২১:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আক/রারি