ভোলায় নিয়ন্ত্রন হাড়িয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২২

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে ২২ যাত্রী আহত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) দুপুরের দিকে চরফ্যাশন টু দক্ষিণ আইচা সড়কের শশীভূষণ থানার এওয়াজপুর পানির কল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বুধবার দুপুরের দিকে ভোলা ব-০৫০০৫৪ নাম্বারের যাত্রীবাহী বাসটি যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে দক্ষিণ আইচার উদ্দেশ্যে ছেড়ে আসে। শশীভূষণ থানার এওয়াপুর পানির কল এলাকায় এসে নিয়ন্ত্রন হাড়িয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় বাস থেকে হুরহুরি করে নামতে গিয়ে ২২ যাত্রী আহত হয়েছে।

আরো পড়ুন :
সোনাখাড়া ইউপি চেয়ারম্যান রিপনের নৌকা প্রতিকে গণজোয়ার
চিলমারীতে জনগণের আস্থা ওসি আনোয়ারুল ইসলাম

আহতদের মধ্যে তিনজনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দূর্ঘটনা কবলিত এলাকায় ফায়ার সাভির্স কর্মী, পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহত বাস যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ রির্পোট লেখা পযর্ন্ত রাত ১০ টা দূর্ঘটনা কবলিত বাসটি এখনো উদ্ধার করা হয়নি। শশীভুষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাস দূর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় জনগন, ফায়ার সাভির্স কর্মী ও পুলিশ সদস্যদের সহায়তায় আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

নভেম্বর ০৩.২০২১ at ২২:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কাশা/রারি