সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে নৌকা জয়ী

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা বিপুল ভোটে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি (লাঙ্গল) মনোনীত মো. মোক্তার হোসেন পেয়েছেন ৫৩৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির (মোটরযান) পেয়েছেন ৩৪৩ ভোট।

মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৯ টায় রিটানিং অফিসার ও রাজশাহী বিভাগীয় নির্বাচন অফিসার মো. ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা দেন।

আরো পড়ুন :
ভোলার শশীভূষণে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
বেড়া পৌর নির্বাচনে মেয়র পদে এমপি টুকু পরিবারের তিনজনসহ ৬ আ.লীগের নেতাকর্মীর মনোনয়ন দাখিল

তিন বলেন, চলতি বছরের ২ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে সরকার দলীয় সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শুন্য হওয়া সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতিকে আওয়ামীলীগ মনোনীত প্রফেসর মেরিনা জাহান কবিতা, লাঙ্গল প্রতিকে জাতীয় পার্টি মনোনীত মোক্তার হোসেন ও মোটরযান প্রতিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ্যাড. হুমায়ন কবির প্রতিদ্বন্দিতা করেন।

১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ৪ লক্ষ ২০ হাজার ৭৮০ জন ভোটারের মধ্যে ১৬০টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১ লাখ ১১ হাজার ৪৫৮ জন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোট গ্রহণের হার ২৬.৪৯ শতাংশ।

নভেম্বর ০২.২০২১ at ২২:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/অরা/রারি