স্ত্রীর স্বীকৃতির দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণী, যুবক আটক

নেত্রকোনার মদনের পল্লীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তাপস বিশ্বাস (২৮) নামের এক হিন্দু যুবকের বাড়িতে অনশনে বসেছে এক মুসলিম তরুণী (২১)। উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে সোমবার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে। তাপস বিশ্বাস ওই গ্রামের সুধাংশ বিশ্বাসের ছেলে। অনশনে বসা তরুণীর বাড়ি ময়মনসিংহের শেরপুর সদর এলাকায়। এ ঘটনায় তাপস বিশ্বাসকে আটক করেছে মদন থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, তাপস বিশ্বাস গাজীপুর চৌরাস্তা এলাকায় কাঁচা মালের ব্যবসা করায় দীর্ঘদিন সেখানে বসবাস করেন। প্রায় ৩ বছর আগে সেখানের একটি কারখানার পোশাক শ্রমিক ওই তরুণীর সাথে নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে প্রেমের সর্ম্পক গড়ে তুলেন তাপস বিশ্বাস। এক পর্যায়ে ধর্মের বিষয়টি তরুণী জানতে পারায় হুজুর ডেকে কালিমা পড়ে বিয়ে করে দুইজন।

পরে গাজীপুর এলাকায় সেখানে দাম্পত্য জীবন শুরু করেন। প্রায় ৪ মাস আগে ওই তরুণীর জমিয়ে রাখা টাকা-পয়সা নিয়ে পালিয়ে নিজ বাড়ি মদন উপজেলায় চলে আসেন তাপস বিশ্বাস। এ সব ঘটনা গোপন রেখে ১ মাস আগে হিন্দু ধর্মীয় মতে নেত্রকোনার দূর্গাপুরে আরেকটি বিয়ে করেন তাপস বিশ্বাস। তাপসের দ্বিতীয় বিয়েরখবর জানতে পেরে ওই তরুনী ১০ অক্টোবর তাপস বিশ্বাসের বাড়িতে আসে। ঘটনাটি ধামা-চাপা দিতে তাপস বিশ্বাসের পরিবারের লোকজন তরুণীকে পাগল বলে মদন থানায় পাঠায়।

পরে পুলিশ ওই তরুণীকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেয়। তাপস বিশ্বাস মোবাইল ফোনে ওই তরুণীকে নিয়ে সংসার করার আশ্বাস দেয়। পরে তা অস্বীকায় করায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করলে সোমবার বিকেলে তাপস বিশ্বাসকে আটক করে মদন থানার পুলিশ।

আরো পড়ুন :
বেড়ায় নৌকা থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ
জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক নিলয়

ওই তরুণী বলেন, ধর্মীয় পরিচয় গোপন রেখে আমার সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলেন তাপস। বিষয়টি জানার পর কালিমা পড়ে মুসলমান হয়ে হুজুরের মাধ্যমে বিয়ে করি আমরা। ৩ বছর এক সাথে সংসারও করেছি। ৪ মাস আগে আমার জমানো টাকা-পয়সা নিয়ে পালিয়ে এসে দ্বিতীয় বিয়ে করেছে তাপস। আমি স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যা করব।

ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্কের সত্যতা স্বীকার করে তাপস বিশ্বাস বলেন, আমি তাকে কাবিন করে বিয়ে করিনি।

নভেম্বর ০১.২০২১ at ২০:০৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি