৩য় বারের ন্যায় চেয়্যারমান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুর সদর উপজেলার নিবার্হী অফিসার মতুর্জা আল-মু্ঈদ বলেন, সুস্থ মনের অধিকারী হতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই, খেলাধুলায় যুব সমাজকে সম্পৃক্ত করতে পারলে সামাজিকভাবে অপরাধ দমন করা সম্ভব। সেটা বাস্তবায়িত হবে সামাজিকভাবে আমাদেরকে গড়ে তুলতে।

সেটির দায়িত্ব পালনের জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। প্রতিটি পরিবারের অভিবাবককে এই বিষয়ে সচেতন হতে হবে। আজকের যুব সমাজ আগামীদিনের অহংকার। উন্নত জাতি গঠনে তাদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব এর আয়োজনে সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর মাঠে ৩য় বারের ন্যায় চেয়্যারমান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরো পড়ুন :
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নিয়ম মেনে চলছে স্পিডবোট!
তালায় প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষনে ব্যর্থ হয়ে হামলা লুটপাট: থানায় অভিযোগ

উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলার আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, ৪ নং শেখপুরা ইউনিয়নের ১, ২, ৩ ওয়ার্ডের মহিলা কাউন্সিলার ও প্যানেল চেয়ারম্যান কুলসুম বানু নার্গিসসহ প্রমুখ।

চেয়্যারমান কাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করেছেন। আজকের উদ্বোধনী খেলায় মানুষ স্মৃতি ফুটবল একাডেমি ১-০ গোলে খানপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে। মানুষ স্মৃতি ফুটবল একাডেমির পক্ষে জনি দ্বিতীয়ার্ধের পর একমাত্র গোলটি করেন।

চেয়্যারমান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান রেফারীর দায়িত্বে ছিলেন মো. ওবায়দুর রহমান, সহকারী রেফারী সুজত কুমার রায় ও মোতাহারউল আলম। ধারাভাস্যকার ছিলেন মো. রাজু হোসেন।

অক্টোবর ৩১.২০২১ at ২১:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোআহো/রারি