ঝালকাঠি সরকারী কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ

ঝালকাঠি সরকারী কলেজে ৮টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। একারণে ঝালকাঠি জেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনে জেলার বাহিরে দেশের অন্য কোথাও যেতে হচ্ছে না। নিজের ঘরের খাবার খেয়েই উচ্চ শিক্ষা অর্জন করতে পারছে স্বাচ্ছন্দে। তাই ছাত্রদের পদচরাণায় মুখর ঝালকাঠি সরকারী কলেজ ক্যাম্পাস।

২০২০-২১ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বুধবার সকাল সাড়ে ১১টায় সরকারী কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. হেমায়েত উদ্দিন।

আরো পড়ুন :
ঝিকরগাছায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি
শার্শায় দলীয় নৌকা মার্কার প্রার্থীর মিছিলে পুলিশের বাঁধা

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তৃতা করেন শিক্ষক পরিষদ সাধারন সম্পাদক ও সহযোগী অধ্যাপক (ইংরেজি) মো. ইলিয়াস ব্যাপারী, সহযোগী অধ্যাপক (দর্শন) বিথী বড়াল, কলেজ ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান, প্রথম বর্ষের শিক্ষার্থী (ইংরেজি) তিথি মজুমদার প্রমুখ।

কলেজে নবাগত শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া ও শিক্ষা উপকরণ তুলে দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের প্রজেক্টরের মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া হয়।

অক্টোবর ২৭.২০২১ at ১৬:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোনা/রারি