নওগাঁয় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

“জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি এক সাথে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার বিকালে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরে প্রশিক্ষণ হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও সদর উপজেলা কৃষি অফিরে আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ।

আরো পড়ুন :
এবার প্রকাশ্যে বিষ খেলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত এক শিক্ষার্থী
ঝালকাঠিতে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরে উপপরিচালক কৃষিবিদ মো. শামছুল ওয়াদুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদফতরে অতিরিক্ত উপপরিচালক (পিপি) মনজুর রহমান প্রমুখসহ স্থানীয় ব্যক্তি বর্গ ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।

অক্টোবর ২৪.২০২১ at ১৯:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সোরা/রারি